জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট
স্টাফদের আবাসনে নবনির্মিত কোয়ার্টার উদ্বোধন
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের স্টাফদের অনেক দিনের চাওয়া ও আশা-আকাঙক্ষার স্টাফ কোয়ার্টার উদ্বোধন হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এটির উদ্বোধন করেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ডক্টরস কোয়ার্টার সংলগ্ন নবনির্মিত স্টাফ কোয়ার্টারের উদ্বোধন করা হয়। এসময় প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে দোয়া করা হয়।
ডাক্তারের কোয়ার্টারের মতো একই রকমভাবে সাজানো হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া উপস্থিত কর্মকর্তারা এই স্টাফ কোয়ার্টারের পরিবেশ সুন্দর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের প্রশংসা করেন এসময়। তিনি জানান, তাদের হাত ধরেই চিকিৎসা সেবা ও প্রাতিষ্ঠানিক অবকাঠামোর উন্নতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এএএম/এসএনআর/জেআইএম