মেডিকেল ভর্তিতে এগিয়ে ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪
ছবি সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবারের মেডিকেল পরীক্ষায় পাস করেছেন ৪৭ দশমিক ৮২ শতাংশ যা সংখ্যায় ৪৯ হাজার ৯২৩ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন ছাত্রীরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক সামন্ত লাল সেন।

তিনি জানান, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় ছাত্রদের পাসের হার ৪০ দশমিক ৯৮ শতাংশ বা ২০ হাজার ৪৫৭ জন এবং ছাত্রীদের পাসের হার ৫৯ দশমিক শূন্য ২ শতাংশ ।

এছাড়া সরকারি মেডিকেলে সুযোগপ্রাপ্তদের মধ্যেও মেয়েরা এগিয়ে। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত মেয়েদের সংখ্যা ৩ হাজার ৬৮ জন (৫৬.৫৪ শতাংশ)। ছেলের সংখ্যা ২ হাজার ৩১২ জন (৪৩. ২৬ শতাংশ)।

প্রকাশিত ফলে জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছেন হলিক্রস কলেজের ছাত্রী তানজিম মুনতাকা সর্বা। তার মোট নম্বর ৯২.৫।

এএএম/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।