সৌদি আরবের তুরাইফে তাপমাত্রা নামলো মাইনাসে

সৌদি আরবের উত্তরাঞ্চালীয় সীমান্ত এলাকা তুরাইফে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, সেখানে মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সৌদি আরবে আরও কয়েক দিন এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। সেখানে তীব্র শীতের পাশাপাশি বরফ পড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হচ্ছে।
এনসিএম এক বিবৃতিতে জানিয়েছে, তুরাইফে তীব্র ঠান্ডা বাতাসের প্রভাব থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা শূন্য থেকে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলেও জানানো হয়েছে।
তীব্র শীত সৌদি আরবে নজিরবিহীন। তবে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালের দিকে গাছের পাতায় পাতয় বরফের চিহ্ন দেখা গেছে।
অঞ্চলটির বাসিন্দাদের বৈরী আবহাওয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।
এনসিএম সতর্ক করে আরও জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দৃৃশ্যমান্যতা আরও কমতে পারে। বিশেষ করে পূর্ব প্রদেশের দক্ষিণাঞ্চলে।
সূত্র: গাল্ফ নিউজ
এমএসএম