আমিরাতজুড়ে বৃষ্টি, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এতে গাড়ি চালকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। কারণ রাস্তাগুলো গাড়ি চালানোর জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজমান, কার্নাইন দ্বীপ, দিয়ানা দ্বীপ, স্যার আবু নুআয়ের দ্বীপ এবং দাস দ্বীপসহ বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে।

অন্যদিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও জেবেল আলীও ক্ষতিগ্রস্ত হয়েছে। আল রুওয়াইস, আল ধফরা অঞ্চলে বিকেলে বৃষ্টি হয়।

গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ভোরে আল আইন আন্তর্জাতিক বিমানবন্দর ও দুবাই-আল আইন সড়কে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া আল আইনের আল খাতিম, আবুধাবি, আল খাজনা এবং সোয়েহানে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

দিনের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয় রাস আল খাইমার জাইস পর্বতে। সেখানে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা দেশটিতে সর্বনিম্ন।

আগামীকালও আংশিক মেঘলা আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। বলা হয়েছে, উত্তরে মেঘের ঘনত্ব বেশি থাকবে এবং কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হবে।

বৃহস্পতিবার সকালে কিছু অভ্যন্তরীণ অঞ্চলে কুয়াশা তৈরির সম্ভাবনা রয়েছে। এদিন বাতাসের গতি বৃদ্ধি পাবে ও উত্তর-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিকে হালকা থেকে মাঝারি দমকা হাওয়া বইবে।

তাছাড়া আরব উপসাগরের অবস্থা মাঝারি থেকে হালকা থাকবে। অন্যদিকে ওমান সাগর তুলনামূলকভাবে শান্ত থাকবে।

সূত্র: গাল্ফ নিউজ

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।