সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

কানাডায় উল্টে গেলো উড়োজাহাজ, আহত ১৮

কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী একটি উড়োজাহাজ উল্টে গেছে। স্থানীয় সোমবারের (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

রাশিয়ার সঙ্গে চুক্তি ছাড়া যুদ্ধবিরতি বিপজ্জনক: ইউরোপীয় নেতারা

ইউরোপীয় নেতারা সতর্ক করে বলেছেন যে, রাশিয়ার সাথে আনুষ্ঠানিক শান্তিচুক্তি না হলে ইউক্রেনের জন্য যুদ্ধবিরতি বিপজ্জনক হতে পারে। তারা ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।

প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইলন মাস্কের নেই: হোয়াইট হাউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সবচেয়ে’ ঘনিষ্ঠ মিত্র এখন ইলন মাস্ক। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা থেকে প্রেসিডেন্ট হওয়া ও মার্কিন প্রশাসনের অনেক বিষয়েই হস্তক্ষেপ করেছেন বিশ্বের শীর্ষ এই ধনী। মার্কিন প্রশাসনের দক্ষতা বিভাগের (ডিওজিই) দায়িত্ব তার হাতে তুলে দিয়েছেন ট্রাম্প। তবে হোয়াইট হাউজ বলছে, প্রশাসনের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই ইলন মাস্কের।

ঈদের পর কঠোর আন্দোলনে নামছে ইমরান খানের দল

আগামী ঈদুল ফিতরের পরে সরকারবিরোধী কঠোর আন্দোলনে নামার কথা জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দেশটির ক্ষমতাসীন দুটি দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই তথ্য জানালেন পিটিআইয়ের নেতা শওকত ইউসুফজাই।

সৌদিতে ইউক্রেনকে ছাড়াই যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক শুরু

সৌদি আরবে বৈঠক শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। ইউক্রেনের যুদ্ধ শেষ করতেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রায় তিন বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাত চলছে। তবে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনকে ছাড়াই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা এই বৈঠকে অংশ নিয়েছেন। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের ফেরত পাঠানো ভারতীয়দের জায়গা দেবে কোস্টারিকা

যুক্তরাষ্ট্র থেকে যেসব অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে, তাদের জায়গা দেবে দক্ষিণ আমেরিকার দেশ কোস্টারিকা। জানা গেছে, মধ্যপ্রাচ্য ও ভারতের দুশজন অভিবাসী যাচ্ছেন সেখানে।

লেবানন থেকে সেনা প্রত্যাহার করছে ইসরায়েল

দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে ইসরায়েল। কারণ যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহারের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে তা এরই মধ্যে শেষ হয়ে গেছে।

প্রয়োজনে জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত পুতিন: ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রয়োজন হলে জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে তার বৈধতা নিয়ে ফের প্রশ্ন উঠিয়েছে মস্কো।

২৬৬ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৩২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

গাজায় যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েল ২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। গত ১৯ জানুয়ারি সেখানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এখনও চলছে।

অন অ্যারাইভাল ভিসা ইস্যুর জন্য অ্যাপ চালু করলো পাকিস্তান

অন অ্যারাইভাল ভিসা ইস্যুর জন্য পাক আইডি নামের একটি নতুন অ্যাপ চালু করেছে পাকিস্তান। বিভিন্ন দেশের নাগরিকরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। মূলত পাকিস্তানে ভ্রমণ সহজ ও সুবিধাজনক করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এরদোয়ানের সঙ্গে জেলেনস্কির বৈঠক

সৌদি আরবে যখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হচ্ছে ঠিক সেই মুহূর্তে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে তুরস্কে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।