যুক্তরাষ্ট্রে দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কফি চুরির ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১২ মার্চ ২০২৫
প্রতীকী ছবি/ ফ্রিপিক

যুক্তরাষ্ট্রে ট্রাকভর্তি সবুজ কফি বিন চুরির ঘটনা বেড়ে চলেছে। কারণ গত এক বছরে কফির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। পরিবহন সংস্থাগুলো জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় কফি আমদানিকারক দেশটিতে এই চুরি উদ্বেগজনক হারে বাড়ছে। গত সপ্তাহান্তে মার্কিন ন্যাশনাল কফি অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে বিষয়টি আলোচনায় উঠে আসে।

যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় কফি ভোক্তা দেশ। যেহেতু দেশটিতে কফি উৎপাদিত হয় না, তাই প্রায় সম্পূর্ণ চাহিদা আমদানি করতে হয় এবং ট্রাকের মাধ্যমে বন্দর থেকে রোস্টিং প্ল্যান্টে পৌঁছে দিতে হয়।

আরও পড়ুন>>

নিউ হ্যাম্পশায়ারের পেমব্রোক শহরের পরিবহন সংস্থা হার্টলি ট্রান্সপোর্টেশনের লজিস্টিক বিক্রয় সমন্বয়কারী টড কস্টলি বলেন, গত বছর ডজনেরও বেশি চুরির ঘটনা ঘটেছে, যা আগে খুব কমই দেখা যেতো।

চলতি বছর জানুয়ারিতে ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যের একটি খামার থেকে সশস্ত্র ডাকাতরা ৫০০ ব্যাগ কফি লুট করে, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার ডলার।

যুক্তরাষ্ট্রে এই চুরির পদ্ধতিও বেশ পরিকল্পিত। সংঘবদ্ধ চক্রগুলো ভুয়া পরিবহন সংস্থা হিসেবে পরিচয় দিয়ে আমদানিকারকদের কাছ থেকে ছোট চুক্তি নেওয়ার চেষ্টা করে। তারা কম মূল্যে বা তাৎক্ষণিক পরিবহন সুবিধার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা চালায়।

কস্টলি বলেন, আমদানিকারকদের সাবধান হতে হবে তারা কাকে নিয়োগ দিচ্ছেন। একবার কফি ট্রাকে উঠিয়ে নিলে তারা সম্পূর্ণরূপে গায়েব হয়ে যায়।

প্রতিটি ট্রাকে প্রায় ১৯ হাজার ৯৫৮ কেজি (৪৪ হাজার পাউন্ড) সবুজ কফি বিন পরিবহন করা হয়, যা বর্তমান বাজারমূল্যে ১ লাখ ৮০ হাজার ডলারের সমপরিমাণ।

অনেকে মনে করছেন, এই সংঘবদ্ধ চক্রগুলো পরবর্তীতে উচ্চমূল্যের কারণে ক্ষতিগ্রস্ত ছোট রোস্টারদের কাছে এই কফি বিক্রির চেষ্টা করছে।

এই পরিস্থিতি সামাল দিতে কিছু আমদানিকারক এখন কফির ব্যাগে ট্র্যাকিং ডিভাইস সংযুক্ত করা শুরু করেছেন, যাতে চালান নিরাপদ রাখা যায়।

সূত্র: রয়টার্স
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।