হোলির রং মাখতে না চাওয়ায় ভারতে যুবককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৫ এএম, ১৫ মার্চ ২০২৫
প্রতীকী ছবি (এআই দিয়ে তৈরি)/ ফ্রিপিক

হোলির আগে রং মাখতে না চাওয়ায় এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে ভারতের রাজস্থানে। পুলিশ জানিয়েছে, গত বুধবার দৌসার রালওয়াস গ্রামে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, হংসরাজ নামে ২৫ বছর বয়সী এক যুবক স্থানীয় গ্রন্থাগারে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আশোক, বাবলু ও কালুরাম নামে তিন ব্যক্তি সেখানে গিয়ে তাকে হোলির রং মাখাতে চান। কিন্তু হংসরাজ এতে রাজি না হওয়ায় তারা তাকে লাথি মারেন এবং বেল্ট দিয়ে বেধড়ক মারধর করেন।

আরও পড়ুন>>

একপর্যায়ে এক অভিযুক্ত তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দিনেশ আগরওয়াল।

এ ঘটনার পর ক্ষুব্ধ পরিবার ও গ্রামবাসীরা হংসরাজের মরদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন, যা রাত ১টা পর্যন্ত অব্যাহত ছিল। তারা নিহতের পরিবারকে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ, পরিবারের একজন সদস্যের জন্য সরকারি চাকরি এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এবং মরদেহ সরিয়ে নেওয়া হয়।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।