সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২১ মার্চ ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২১ মার্চ ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

গাজায় ইসরায়েলের হামলায় তিনদিনে প্রাণ গেলো ৬০০ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৮৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এ নিয়ে পবিত্র রমজানে ইসরায়েলের এই বর্বর হামলায় গত তিনদিনে প্রাণ হারালো প্রায় ৬০০ ফিলিস্তিনি। এমনকি, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বেশ ভালো, কিন্তু সমস্যা একটাই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে কিন্তু সমস্যা একটাই। আর সেটা হলো, ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক আদায়কারী দেশগুলোর মধ্যে একটি, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি সমস্যা। বৃহস্পতিবার (২০ মার্চ) ব্রেইবার্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

আগুনের কারণ বিদ্যুৎ বিভ্রাট, বন্ধ ঘোষণা লন্ডনের হিথ্রো বিমানবন্দর

বিদ্যুৎ বিভ্রাটের কারণে গভীর রাত পর্যন্ত লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরের একটি ইলেকট্রিকাল সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় এই বিদ্যুৎ বিভ্রাট হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে মধ্যরাত পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

ব্যর্থতার দায়ে নিরাপত্তাপ্রধানকে সরিয়ে দিলেন নেতানিয়াহু

ব্যর্থতার দায়ে নিরাপত্তাপ্রধানকে বরখাস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে শুক্রবার (২১ মার্চ) এ তথ্য জানানো হয়।

মার্কিন শিক্ষা বিভাগ ভেঙে দেওয়ার নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প

মার্কিন শিক্ষা বিভাগ (ইউএস ডিপার্টমেন্ট অব এডুকেশন) ভেঙে দিতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২০ মার্চ) অনুষ্ঠানের আয়োজন করে এই আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।

সৌদি আরবের কাছে লেজার-গাইডেড রকেট বিক্রিতে রাজি যুক্তরাষ্ট্র

সৌদি আরবকে প্রথমবারের মতো উন্নত লেজার-গাইডেড প্রিসিশন রকেট সিস্টেম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, এই অস্ত্র ব্যবস্থার আনুমানিক মূল্য ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলার।

সুখী দেশের তালিকা প্রস্তুতে যেসব বিষয় বিবেচনায় নেওয়া হয়

প্রতিবছরের মতো এবারও ওয়ার্ল্ড হ্যাপিনেস প্রতিবেদনে সুখী দেশের তালিকায় এক নম্বরে ফিনল্যান্ড। এ নিয়ে টানা অষ্টমবার দেশটি সুখী দেশের তালিকায় এক নম্বর স্থান দখল করলো।

২০২৪ সালে বিভিন্ন রুটে ৯ হাজার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

বিশ্বজুড়ে অভিবাসনপ্রত্যাশীদের জন্য আরেকটি ভয়াবহ বছর হলো ২০২৪। এই সময়ে বিভিন্ন আন্তর্জাতিক রুটে প্রায় নয় হাজার অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। এই ঘটনাকে অগ্রহণযোগ্য ও প্রতিরোধযোগ্য আখ্যা দিয়ে জাতিসংঘ এমন তথ্য জানিয়েছে।

ভারত সরকারের বিরুদ্ধে মামলা করলো ইলন মাস্কের এক্স

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ এনে ভারত সরকারের বিরুদ্ধে ইলন মাস্কের মালিকানাধীন এক্স মামলা দায়ের করেছে। কর্ণাটকের আদালতে এই মামলা করা হয়েছে।

প্রেসিডেন্ট প্যালেস পুনরুদ্ধার করলো সুদানের সেনাবাহিনী

রাজধানী খার্তুমে অবস্থিত প্রেসিডেন্ট প্যালেস পুনরুদ্ধার করেছে সুদানের সেনাবাহিনী। এ ঘটনার পরপরই সেনাবাহিনী ও এর সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।