দিল্লিতে ভবন ধসে চারজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৯ এপ্রিল ২০২৫
ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের দিল্লির মুস্তফাবাদে একটি চারতলা ভবন ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত এই ঘটনায় আহত আরও ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনও ৮ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। খবর দ্য হিন্দুর।

শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টায় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় বার্তা সংস্থা এএনআই-কে নিশ্চিত করেছেন উত্তর দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার সন্দীপ লাম্বা।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করতে সমর্থ হয়েছি, কিন্তু তাদের মধ্যে চারজন পরবর্তীতে মারা গেছেন। এটা একটা চারতলা ভবন ছিল। এখনও ৮-১০ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করছি।

আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স ফোর্স এবং দিল্লি পুলিশ এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।