জর্ডানে বন্যা, প্রায় ১৮০০ পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৫ মে ২০২৫
ছবি: অ্যারাবিয়া ওয়েদার ডটকম

জর্ডানের প্রাচীন শহর পেত্রায় বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, রোববার স্থানীয় কর্তৃপক্ষ পেত্রা শহর থেকে প্রায় ১৮০০ পর্যটককে সরিয়ে নিয়েছে। খবর গালফ নিউজ।

স্থানীয় কর্মকর্তা ইয়াজান মোহাদিনের বরাত দিয়ে আল-মামলাকা টিভি জানিয়েছে, বন্যায় প্রত্নতাত্ত্বিক স্থান ক্ষতিগ্রস্ত হওয়ার পর উদ্ধারকারী দল পেত্রা থেকে শত শত পর্যটককে সরিয়ে নেয়।

ইয়াজান মোহাদিন বলেন, আজ এখানে পর্যটকের সংখ্যা ১ হাজার ৭৮৫ জন রেকর্ড করা হয়েছে এবং বেসামরিক প্রতিরক্ষা দল তাদের বেশিরভাগকেই সরিয়ে নিয়েছে। তিনি আরও বলেন, সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জর্ডানের আবহাওয়া কর্তৃপক্ষ একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে প্রাচীন শহরটিতে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখানো হয়েছে। আতঙ্কিত পর্যটকরা ঐতিহাসিক ট্রেজারির প্রবেশমুখে জড়ো হচ্ছিলেন। এরপরেই তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। পেত্রা শহরে এর আগেও এমন ঘটনা ঘটেছে। জলবায়ু পরিবর্তনের কারণে ওই অঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা বেড়ে গেছে।

প্রাচীন শহর পেত্রার মন্দির ও স্থাপত্যগুলো গোলাপি পাথরের পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে। এটি ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ২০০৭ সালের এক অনলাইন জরিপে শহরটি বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের একটি হিসেবেও নির্বাচিত হয়।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।