ভারতে স্কুলে যাওয়ার পথে দলিত কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১৭ মে ২০২৫
প্রতীকী ছবি

ভারতের উত্তর প্রদেশে এবার দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী এক দলিত কিশোরী। স্কুলে যাওয়ার পথে তিন যুবক তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ। অভিযুক্তদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরও রয়েছে।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার সকালে ১০ম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল। তখন ১৫ বছর বয়সী অভিযুক্ত কিশোর একটি গাড়িতে চড়ে মেয়েটির সামনে আসে এবং তাকে স্কুলে নামিয়ে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে নেয়।

আরও পড়ুন>>

তবে, তারা স্কুলে না গিয়ে গাড়ি চালিয়ে যায় এবং মাঝপথে আরও দুই অভিযুক্ত, প্রদীপ (১৮) এবং সৌরভ (১৮) গাড়িতে ওঠে। পরে তারা মেয়েটিকে একটি ঘরে নিয়ে যায়। সেখানে তাকে বেঁধে, মুখ চেপে ধরে ধর্ষণ করা হয়।

প্রায় এক ঘণ্টা পর যখন মেয়েটির জ্ঞান ফিরে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর সে সাহায্যের জন্য চিৎকার করে।

ধর্ষণের শিকার মেয়েটি প্রথমে তার কাকিমাকে ঘটনাটি সম্পর্কে জানায়, যিনি তার পরিবারের অন্যান্য সদস্যদের জানান।

ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, পকসো আইন এবং তফশিলি জাতি ও তফশিলি উপজাতি (নৃশংসতা প্রতিরোধ) আইনের ১১৫(২) (স্বেচ্ছাকৃতভাবে আঘাত করা), ৩৫২ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান করা), ৭০(১) (দলবদ্ধ ধর্ষণ) এবং ১১০ (অপরাধমূলক হত্যার চেষ্টা) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ শুক্রবার দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তৃতীয়জনকে আটক করেছে। গ্রেফতার অভিযুক্তদের ১৪ দিনের জন্য বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার অখণ্ড প্রতাপ সিং।

তদন্তের সময়, পুলিশ জানতে পারে, ঘটনার একদিন আগে ইনস্টাগ্রামে একজন অভিযুক্ত মেয়েটির সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি মেয়েটিকে তার সঙ্গে দেখা করতে বলেছিলেন, কিন্তু মেয়েটি তা প্রত্যাখ্যান করেছিল।

সূত্র: এনডিটিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।