১৫৩ অনুপ্রবেশকারীকে রাজস্থান থেকে কলকাতায় স্থানান্তর

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২৪ মে ২০২৫
১৫৩ অনুপ্রবেশকারীকে রাজস্থান থেকে কলকাতায় স্থানান্তর

সম্প্রতি ভারতের রাজস্থান থেকে অবৈধ বাংলাদেশি অভিযোগে বেশ কয়েকজনকে গ্ৰেফতার করেছে যোধপুর পুলিশ। গত কয়েকদিন ধরে রাজস্থানে বিভিন্ন জেলা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাভাষী মুসলিমদের আটক করা হচ্ছে।

সূত্র মারফত জানা গেছে, শুক্রবার (২৩ মে) ১৫৩ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে রাজস্থানের বিভিন্ন জেলা থেকে যোধপুর পুলিশ গ্রেফতার করে। ভারতে থাকার মতো তাদের কাছে কোনো বৈধ নথি না থাকায় তাদের গ্রেফতার করা হয়।

যোধপুর পুলিশ সূত্র জানিয়েছে, ওই ১৫৩ জন বাংলাদেশি নাগরিককে রাজস্থানের যোধপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় পাঠানো হয়েছে। সেখান থেকে তাদেরকে বাংলাদেশে পাঠানো হতে পারে।

এখনও পর্যন্ত রাজস্থানের বিভিন্ন জেলা থেকে প্রায় ১ হাজারের বেশি সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্ৰেফতার করা হয়েছে।
এর আগে রাজস্থান থেকে ৩৯৪ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদের কাছে ভারতে থাকার কোনো বৈধ নথিপত্র ছিল না বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর আরও একবার ১৫৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের কলকাতায় পাঠানো হলো।

যোধপুর পুলিশ সূত্রে জানা গেছে, রাজস্থানজুড়ে ধরা পড়া অবৈধ বাংলাদেশিদের রাখতে যোধপুরে একটি ডিটেনশন ক্যাম্পও তৈরি করা হয়েছে।

ডিডি/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।