যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থি বিক্ষোভে পেট্রলবোমা নিক্ষেপ, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫০ পিএম, ০২ জুন ২০২৫
যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থি বিক্ষোভে পেট্রলবোমা নিক্ষেপ/ ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থি একটি বিক্ষোভে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় আটজন আহত হয়েছে। দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে ইসরায়েলি জিম্মিদের প্রতি সমর্থন জানিয়ে এক সমাবেশে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে এক ব্যক্তি মোলোটভ ককটেল ছুঁড়ে মারলে বেশ কয়েকজন আহত হন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, ডেনভার থেকে প্রায় ৩০ মাইল (৪৮ কিলোমিটার) দূরে অবস্থিত বোল্ডারের জনপ্রিয় পার্ল স্ট্রিট মলে ওই হামলার ঘটনায় ৫২ থেকে ৮৮ বছর বয়সী আটজন আহত হয়েছেন।

এফবিআই এই ঘটনাকে সন্দেহভাজন সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে এবং জানিয়েছে যে, সন্দেহভাজন ওই ব্যক্তি একটি মোলোটভ ককটেল এবং অন্যান্য অগ্নিসংযোগকারী ডিভাইস ব্যবহার করেছিল।

বেশ কিছু হামলার ফুটেজে দেখা গেছে, ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের দিকে চিৎকার করছিলেন সন্দেহভাজন ব্যক্তি এবং গ্রেফতারের সময় তার দুই হাতে মোলোটভ ককটেল ছিল মনে হচ্ছিল। 

কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা কর্তৃপক্ষকে জানিয়েছেন যে, সন্দেহভাজন ব্যক্তি জনতার দিকে একটি অগ্নিসংযোগকারী যন্ত্র ছুঁড়ে মেরেছিল। তিনি ককটেল জাতীয় কিছু ছুঁড়ে মারেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম মোহামেদ সাবরি সোলিমান (৪৫)। তিনি মিশরের নাগরিক। একাধিক সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে, ২০২২ সালে সোলিমান নন-ইমিগ্রেন্ট ভিসায় ক্যালিফোর্নিয়ায় আসেন। তার ভিসার মেয়াদ ২০২৩ সালের ফেব্রুয়ারিতেই শেষ হয়ে গেছে। তিনি কলোরাডোর স্প্রিংসে থাকতেন।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।