ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ এএম, ০২ জুলাই ২০২৫
ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা/ ছবি: এএফপি

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। অন্যদিকে ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীরাও দাবি করেছে যে, তারা ড্রোন দিয়ে ইসরায়েলে আক্রমণ করেছে। খবর আল জাজিরার।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠেছে। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনী প্রতিহত করেছে।

এরপরেই হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে এক পোস্টে বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র বাহিনী প্যালেস্টাইন ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইয়াফা দখলকৃত এলাকার লোড বিমানবন্দরকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে।

তিনি জানিয়েছেন, এই সামরিক অভিযানের লক্ষ্য অর্জন হয়েছে। তিনি বলেন, লাখ লাখ দখলদার ইহুদিবাদী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ বলেছেন, তেহরানের মতোই ইরানকে শিক্ষা দেওয়া হবে। সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতের প্রসঙ্গ তুলেই তিনি এ কথা বলেছেন। ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা, পাশাপাশি রাজধানীর লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরানও পাল্টা জবাব দিয়েছে।

ইসরায়েল কার্তজ তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলেন, তেহরানকে যেভাবে আঘাত করা হয়েছে ইয়েমেনে হুথিদের ওপরও আমরা তেমন ভাবেই আঘাত করব। যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুললে তার হাত কেটে ফেলা হবে।

গাজার প্রতি সংহতি প্রকাশ করে ২০২৩ সালের অক্টোবর থেকেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতেই তারা এসব হামলা চালাচ্ছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।