সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৯ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১৯ জুলাই ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত আরও ৫১
গাজাজুড়ে শুক্রবার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নতুন করে আরও কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৪ জন ত্রাণের জন্য অপেক্ষা করছিল। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজায় হাজার হাজার ফিলিস্তিনি ভয়াবহ খাদ্য সংকটে দিন কাটাচ্ছে।

ভারত-পাকিস্তান সংঘাতে ৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়: দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে বক্তব্য রাখার সময় বলেন, ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে ৫টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। যদিও তিনি নির্দিষ্ট করে বলেননি কোন দেশের কতটি বিমান ভূপাতিত হয়েছে।

আমিরাতের গোল্ডেন ভিসায় বড় সুবিধা কী কী?
আপনি যদি সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা নেওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে শুধু দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতিই নয়, এর সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা উপভোগ করতে পারবেন। গোল্ডেন ভিসা থাকলে আপনি ১০ বছরের জন্য নবায়নযোগ্য রেসিডেন্সি ভিসা পাবেন। আপনি যে ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করেছিলেন, সেই শর্ত পূরণ করলে এটি পুনঃনবায়ন করা সম্ভব।

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল এবং সিরিয়া
সিরিয়ায় ইসরায়েলি হামলার পর এবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন ইসরায়েল এবং সিরিয়ার শীর্ষ নেতারা। শুক্রবার তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সব পক্ষকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানে বৃষ্টি-বন্যায় নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো
টানা বর্ষণে ভয়াবহ বিপর্যয়ের মুখে পাকিস্তান। গত জুনের শেষ দিক থেকে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিপাতে শনিবার পর্যন্ত কমপক্ষে ২০২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)। নিহতদের মধ্যে ৯৬ জনই শিশু।

ইরানে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ৩৪
ইরানের দক্ষিণাঞ্চলে একটি বাস উল্টে অন্তত ২১ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা শনিবার (১৯ জুলাই) এ তথ্য জানিয়েছে। ফারস প্রদেশের জরুরি বিভাগের প্রধান মাসউদ আবেদ জানান, শিরাজ শহরের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে ঢুকে পড়লো গাড়ি, আহত বহু
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি গাড়ি জনতার ভিড়ে চালিয়ে দেওয়ার ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির দমকল বিভাগ।

কনসার্টে ‘রোমান্টিক’ মুহূর্ত ভাইরাল/ প্রধান নির্বাহীকে ছুটিতে পাঠালো মার্কিন প্রযুক্তি কোম্পানি
কোল্ড প্লে কনসার্টের বড় পর্দায় দেখা যাওয়া আলিঙ্গনের দৃশ্য ভাইরাল হয়ে যাওয়ার পর একটি মার্কিন প্রযুক্তি কোম্পানি তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইওকে ছুটিতে পাঠিয়েছে। দাবি করা হচ্ছে, তিনি নিজের এক সহকর্মীকে আলিঙ্গন করছিলেন।

আমের ঝুড়িকে ঘিরে এশিয়াতে যত কূটনীতি ও রহস্য
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পাঠানো এক হাজার কেজির হাঁড়িভাঙা আমের বাক্স এ সপ্তাহেই দিল্লিতে সাত নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠিকানায় পৌঁছেছে।

ইসরায়েল কেন দ্রুজদের রক্ষার নামে সিরিয়ায় হামলা চালাচ্ছে?
সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতার এক নতুন ও মারাত্মক ঢেউ দেশটিকে নাড়িয়ে দিয়েছে। একইসঙ্গে পুরো দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাওয়া সিরিয়ার সরকারের জন্য সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে।

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।