জম্মু-কাশ্মিরে গাড়িবহরে হামলায় ৮ পুলিশ নিহত


প্রকাশিত: ০২:৩১ পিএম, ২৫ জুন ২০১৬

জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় পুলিশের গাড়িবহরে সন্ত্রাসী হামলায় অন্তত আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে ওই হামলায় আহত হয়েছে আরো কমপক্ষে ২০ জন।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের পাল্টা গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া ওই এলাকায় আরো দুই হামলাকারী আত্মগোপনে রয়েছে এবং তাদের শনাক্ত করতে যৌথ অভিযান শুরু হয়েছে।

সিআরপিএফ কর্মকর্তারা লাথপোরায় ফায়ারিং অনুশীলন শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন। শ্রীনগরের কাছে একটি মহাসড়ক অতিক্রমের সময় পুলিশের ছয়টি গাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তার প্রাণহানি ও আরো চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করা হয়েছিল।

জম্মু-কাশ্মিরে চলতি মাসেই নিরাপত্তা বাহিনীর ওপর এটি চতুর্থ হামলা। এর আগে তিন হামলায় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাঁচ সদস্য নিহত হন। এছাড়া আহত হয় আরো বেশ কয়েকজন।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।