ইইউ থেকে ব্রিটেনের বিচ্ছেদ ঠেকানোর চেষ্টা করবে স্কটল্যান্ড


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৬ জুন ২০১৬

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেওন বলেছেন, তার দেশের পার্লামেন্টের সদস্যরা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া ঠেকানোর চেষ্টা করবে।

রোববার ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। ভোটের পর স্কটিশ পার্লামেন্টের পরবর্তী পদক্ষেপ কি হবে এমন এক প্রশ্নের জবাবে স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) প্রধান স্টার্জেওন বলেন, ব্রেক্সিটের পক্ষে যাতে স্কটিশ এমপিরা সম্মতি না দেন; তিনি সেবিষয়ে কথা বলবেন।

বৃহস্পতিবার গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ৫২ শতাংশ এবং থেকে যাওয়ার পক্ষে ৪৮ শতাংশ ভোট দেয় যুক্তরাজ্যের ভোটাররা।

তবে স্কটল্যান্ডের ভোটের চিত্রের সঙ্গে ব্রিটেনের ভোটের চিত্রে কোনো মিল নেই। ৬২ শতাংশ স্কটিশ ভোটার ইইউতে থেকে যাওয়ার পক্ষে ভোট দেন এবং বিপক্ষে দেন ৩৮ শতাংশ ভোট।

স্কটল্যান্ডের পার্লামেন্টে ১২৯টি আসন রয়েছে। এর মধ্যে ৬৩টি এসএনপির।

যুক্তরাজ্যের ব্যবস্থায় একটি নীতিমালা রয়েছে। এতে বলা হয়েছে, লন্ডন পার্লামেন্টে কোনো বিল পাসের পর তা কার্যকর করার জন্য স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডের পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে।

এদিকে, প্রতিষ্ঠার ৬০ বছরেরও বেশি সময় পর এই প্রথম কোনো দেশ ইইউ ত্যাগ করলো। তবে ইইউ থেকে ব্রিটেনের প্রস্থানের পর আরো আটটি দেশ বেরিয়ে যেতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে, অস্ট্রিয়া, ইতালি, বেলজিয়াম, ফ্রান্স, ডেনমার্ক, হাঙ্গেরি, জার্মানি ও নেদারল্যান্ডের মতো দেশ।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।