ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি, সমাধান করছে না কর্তৃপক্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরপুবাইল গ্রামে ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে আছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুঁটি। ছবি: জাগো নিউজ

ফসলি জমির মাঝখানে একটি বৈদ্যুতিক খুঁটি। ৪৮০ ভোল্টেজের তারসহ খুঁটিটি হেলে আছে। জমিতে যেন পড়ে না যায়, সেজন্য বাঁশ দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ঠেস দেওয়া হয়েছে। তারের নিচসহ পাশ দিয়ে যাতায়াত করছে আশপাশে বসবাস করা লোকজন। গরু-ছাগল চড়ানো হচ্ছে এই জমিতেই। বৈদ্যুতিক খুঁটিটি পড়ে গিয়ে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ এ বৈদ্যুতিক খুঁটিটির অবস্থান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরপুবাইল গ্রামে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চরপুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে খুঁটিতে সংযুক্ত বিদ্যুতের তার নেওয়া হয়েছে। বিদ্যুতের তার সংযুক্ত একটি খুঁটিতে ঠেস দেওয়া বাঁশগুলো পুরাতন। খুঁটিসহ তার মাটিতে পড়ার উপক্রম। এমন অবস্থায় ঝুঁকি নিয়েই চলাচল করছে লোকজন।

জাগা গেছে, ওই খুঁটিটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি)৷ ছয় মাস ধরে খুঁটিটি এভাবে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে। একবার সোজা করে দেওয়ার পর ফের হেলে পড়লেও খুঁটিটি স্থায়ীভাবে মেরামত বা প্রতিস্থাপনের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে একদিকে গ্রামবাসী আতঙ্কিত হচ্ছে, অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ক্ষুব্ধ হচ্ছে।

স্থানীয়রা জানান, এর আগে কয়েক দফা এই খুঁটিটি উপড়ে পড়েছে। এ অবস্থায় খুঁটিটি অন্তত দুই বছর বাঁশের ওপর ভর দিয়ে রাখা হয়। এরপর তাগিদ দিতে দিতে বিদ্যুৎ অফিসের লোকজন দায়সারাভাবে পুঁতে রেখে যায়। কয়েক দিন যেতে না যেতেই ফের খুঁটি উপড়ে পড়ে। এতে টানা দুই দিন বিদ্যুৎবিহীন ছিল এলাকার লোকজন। ছয় মাস আগে বিদ্যুতের লোকজন এসে বাঁশের খুঁটিতে এভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঠেস দিয়ে রেখে চলে যান। বৈদ্যুতিক খুঁটি হেলে যাওয়ায় তারগুলোও হেলে পড়ে। বর্তমানে তার মাটির কাছাকাছি দূরত্বে রয়েছে। খুঁটির আশপাশে স্থানীয় বাসিন্দারা কাজ করছেন, গরু-ছাগল চড়াচ্ছেন। হঠাৎ খুঁটিসহ তার পড়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বারবার জানিয়েও সমাধান পাওয়া যাচ্ছে না।

চরপুবাইল গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ বলেন, সারাদিন মানুষ ক্ষেতের আইল দিয়ে চলাচল করছে। খেতে গবাদি পশু চড়ানো হচ্ছে। বিদ্যুৎ সঞ্চালন লাইনের কিছু অংশে ছেঁড়া তার বেরিয়ে পড়েছে। স্কুলসংলগ্ন কৃষি এলাকায় এভাবে উচ্চ ভোল্টেজের খুঁটি হেলে পড়ে তার ঝুলে থাকায় মানুষ আতঙ্কে রয়েছেন।

ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি, সমাধান করছে না কর্তৃপক্ষ

হজরত আলী নামের আরেকজন বলেন, জমির ধান কাটা হয়ে গেছে। সেখানে নড়বড়ে কয়েকটি বাঁশের ওপর কাত হয়ে পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটি। খুঁটির আশপাশে মাঠে লোকজন নতুন ফসল বপনের কাজ করছেন। কেউ কেউ গরু-ছাগল চরাচ্ছেন। খুঁটি পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

কৃষক আল-আমিন বলেন, খুঁটির নিচেই আমাদের ক্ষেত। কাজ করতে নামলেই ভয় লাগে, এই বুঝি খুঁটি বা তার ছিঁড়ে পড়ল। এমন অবস্থায় দিনের পর দিন কাজ করা খুবই ঝুঁকিপূর্ণ।

সাবেক ইউপি সদস্য আবুল কাশেম বলেন, উচ্চ ভোল্টেজের তারের অংশ বাইরে বেরিয়ে আছে। বিদ্যুতের কর্মকর্তাদের অনেকবার জানানো হয়েছে। তারা বিষয়টি আমলেই নিচ্ছে না। ফলে দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়েই কৃষকরা মাঠে কাজ করছেন, স্থানীয় বাসিন্দারা চলাচল করছেন। মনে হচ্ছে, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘুম ভাঙবে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জের আবাসিক উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) রেজাউল করিম বলেন, কেউ ঝুঁকি নিয়ে কাজ করুক, বা চলাচল করুক সেটা আমরা চাই না। তাই দ্রুত খুঁটিটি স্থায়ীভাবে প্রতিস্থাপনের ব্যবস্থা করা হবে।

কামরুজ্জামান মিন্টু/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।