সাবেক আমিরের মৃত্যুতে কাতারে তিনদিনের শোক ঘোষণা


প্রকাশিত: ০৩:৪৯ এএম, ২৪ অক্টোবর ২০১৬

কাতারের সাবেক আমির ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির দাদা শেখ খলিফা বিন হামাদ আল থানি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশটিতে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।
 
রোববার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ১৯৭২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত কাতারের আমির ছিলেন।  

কাতারের সাবেক আমির শেখ খলিফা বিন হামাদ আল থানির মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।