ট্রাম্পকে ভোট দেয়ায় বাড়ি থেকে বের করে দিলেন মা


প্রকাশিত: ০৩:০২ এএম, ১৪ নভেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের প্রভাব আমেরিকানদের মধ্যে পড়ছে নানাভাবে। বাদ যাচ্ছে না ছোট শিশুরাও, নির্বাচন নিয়ে যাদের কোনো ধারণাই নেই।

ডেইলি মেইলের খবরে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার কথা বলা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে- স্কুলের প্রতীকী নির্বাচনে ট্রাম্পকে ভোট দেয়ায় নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এক মা।

ভিডিওতে দেখা গেছে, শিশুটিকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছেন মা আর শিশুটি ভয়ে কান্নাকাটি করছে।

ট্রাম্পের সমর্থককে বাড়িতে দেখতে চাই না বলেও ওই ভিডিওতে বলতে শোনা যায়।

তবে টেক্সাসের প্রশাসনিক বিভাগের তদন্ত কর্মকর্তা বলছেন, ভিডিওটি মজা করে বানানো হয়েছে।

এনএফ/পিআর

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।