কুটনৈতিক বিষয়ে আবারও আলোচনা করবে যুক্তরাষ্ট্র-কিউবা


প্রকাশিত: ০৫:২৩ এএম, ১৪ মার্চ ২০১৫

যুক্তরাষ্ট্র এবং কিউবার কুটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য দুই দেশের কুটনৈতিকরা আলোচনা শুরু করবেন। কর্মকর্তারা সোমবার তৃতীয় দফার আলোচনা শুরু করবেন বলে জানা গেছে। খবর ভয়েস অব আমেরিকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, হাভানায় এই আলোচনা অনুষ্ঠিত হবে এবং বেশ কয়েকদিন ধরে চলবে।

ফেব্রুয়ারী মাসের গোড়ার দিকে দুই পক্ষ ওয়াশিংটনে বৈঠক করে। আলোচকদের মধ্যে ৫ দশক পর আবারও ওয়াশিংটন ও হাভানায় দূতাবাসের কার্যক্রম শুরু করা নিয়ে কথা হয়।

যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী রবার্টা জেইকবসন এবং কিউবার পররাষ্ট্রমন্ত্রনালয়ের যুক্তরাষ্ট্র বিভাগের প্রধান হোসেফিনা ভিদাল এই আলোচনার নেতৃত্ব দিচ্ছেন।

এমজেড/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।