বিশ্বনেতাদের প্রতি রুহানির চিঠি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বিশ্বনেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন। ৩১ মার্চের মধ্যে ইরানের পরমাণু ইস্যুতে বিশ্বশক্তির সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চুক্তি সম্পাদনের তাগিদ দিয়ে এই চিঠি লিখেছেন তিনি।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া জাতিসংঘের এই স্থায়ী পাঁচ সদস্য এবং ইউরোপের শক্তিধর রাষ্ট্র জার্মানি ইরানের বিতর্কিত পরমাণু কার্যক্রম নিয়ে দেশটির সঙ্গে একটি টেকসই চুক্তিতে পৌঁছাতে দীর্ঘদিন আলোচনা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ৩১ মার্চের মধ্যে চুক্তিতে পৌঁছানোর ব্যাপারটি চূড়ান্ত হওয়ার কথা। এক্ষেত্রে ৩১ মার্চ একটি ডেডলাইন।
আলোচনায় অংশ নেয়া দেশগুলো ইরানের সঙ্গে সমঝোতার বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানালেও তারা এখনো নিশ্চিত নয়, ৩১ মার্চ ডেডলাইনের মধ্যেই চুক্তির বিষয়ে সব পক্ষের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে কিনা।
এই অনিশ্চয়তা দূর করতে ইরানের প্রেসিডেন্ট রুহানি উদ্যোগ নিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে চিঠি লিখেছেন। তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা রুহানির চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৩ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন রুহানি। তিনি ক্ষমতায় আসার পর পরমাণু ইস্যুতে বিশ্বশক্তির সঙ্গে চুক্তি সম্পাদনের বিষয়টি এগিয়ে নেন। বৃহস্পতিবার চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুহানি। ৩১ মার্চের মধ্যেই যেন একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়, সে বিষয়ে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে টেলিফোনে রুহানি জানিয়েছেন, জাতীয় ও আন্তর্জাতিক স্বার্থ নিয়ে কাজ করছি আমরা এবং এই সুযোগ আমাদের হাতছাড়া করা উচিত হবে না। রুহানির কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পর ক্রেমলিন জানিয়েছে, নতুন দফায় আলোচনায় অগ্রগতি হয়েছে এবং এর সফলতা প্রত্যাশা করছে রাশিয়া।
এআরএস/এমএস