ভারতে হিজাবি স্কুলছাত্রীকে ক্লাস করতে মানা!


প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৫ মে ২০১৫

ভারতে হিজাব পড়ার কারণে এক মুসলিম ছাত্রীকে স্কুলে ক্লাস না করতে দেয়ার অভিযোগ উঠেছে। উত্তর প্রদেশের লখনৌ শহরের সেন্ট জোসেফ ইন্টার কলেজে এ ঘটনা ঘটে। শুক্রবার জেলা ম্যাজিস্ট্রেট এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

ম্যাজিস্ট্রেট রাজ শেখর বলেন, আমি অতিরিক্ত সিটি ম্যাজিস্ট্রেট ও জেলা স্কুল পরিদর্শককে যৌথভাবে এ ঘটনার নির্বাহী তদন্তের নির্দেশ দিয়েছি। তাদের ১৯ মে’র ভেতর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।   

ঘটনা সূত্রে জানা যায়, সেন্ট জোসেফ ইন্টার কলেজের নবম শ্রেণির এক ছাত্রীর বাবা-মা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের অভিযোগ, মেয়েকে মাথায় স্কার্ফ জড়িয়ে ক্লাসে অংশ নিতে নিষেধ করা হয়েছে।

লিখিত অভিযোগে তারা বলেন, আমাদের মেয়ে ওই কলেজে ৬ মে ভর্তি হয়। এর পরদিনই স্কার্ফ পড়ে যাওয়ার কারণে তাকে ক্লাসে বসতেই দেয়া হয়নি।

ছাত্রীর বাবা-মা আরো বলেন, ভর্তির সময় তার মেয়ের স্কার্ফ পরিহিত ছবি দেখেও কর্তৃপক্ষ কোনো আপত্তি তোলেনি। অথচ স্কুল কর্তৃপক্ষ এখন বলছে- এটা ড্রেসকোডের বিরোধী।

তবে লিখিতভাবে তারা এটা বলতে রাজি হয়নি। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এসএইচএস/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।