সালাহউদ্দিনের সাক্ষাৎকার দেয়ার ঘটনা কাল্পনিক : বিএনপি
ভারতের শিলং থেকে সদ্য ফেরা বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি সংগঠনের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রীর বরাত দিয়ে বলেছেন, গণমাধ্যমে সালাহউদ্দিনের নামে কল্পিত একান্ত সাক্ষাৎকার প্রকাশ করা হচ্ছে, যার বাস্তবের সঙ্গে আদৌ কোনো সম্পর্ক নেই।
সােমবার রাতে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন প্রেরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। এ ধরণের সাক্ষাৎকার দেয়ার ঘটনাটি পুরোপুরি কাল্পনিক বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
রিপন বলেন, লক্ষ্য করা যাচ্ছে যে ইদানিং বিভিন্ন গণমাধ্যম বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে অনেকক্ষেত্রে উদ্ধৃত করে মনগড়া সব প্রতিবেদন প্রকাশ করছে, যার ফলে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে বলে তার পরিবার জানিয়েছেন।
মূলত, হাসপাতালে স্থানান্তরের সময় দুই/এক দিন তিনি দেশি-বিদেশি গণমাধ্যমের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, যা বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে। বর্তমানে শিলংয়ে অবস্থানরত সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ জানিয়েছেন, আইন অনুযায়ী ও ভারতের স্থানীয় নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স (নেগ্রিমস্) হাসপাতালের একজন চিকিৎসার্থী হিসেবে তার কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার বিন্দুমাত্র সুযোগ নেই।
হাসিনা আহমেদ দলকে নিশ্চিত করেছেন যে, ‘তার স্বামী বিদেশের কোনো গণমাধ্যমকে কোনো প্রকার সাক্ষাৎকার প্রদান করা বা দেয়ার কোনো প্রশ্নই উঠে না। অথচ কোনো কোনো গণমাধ্যম সালাহউদ্দিন আহমেদের নামে কল্পিত একান্ত সাক্ষাৎকারও প্রকাশ করেছেন, যার বাস্তবের সঙ্গে আদৌ কোনো সম্পর্ক নেই’।
রিপন আরো বলেন, বিএনপি গণমাধ্যমের কাছে প্রত্যাশা করে সালাহউদ্দিন আহমেদ সম্পর্কিত কোনো মনগড়া প্রতিবেদন বা তাকে উদ্ধৃত করে কোনো সংবাদ যেন প্রকাশ বা প্রচার না করে। এতে বিভ্রান্তির কোনো সুযোগ থাকবে না। বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখারও অনুরোধ জানিয়েছেন সালাহউদ্দিন আহমেদের পরিবার।
এমএম/একে