ট্রেনের বিরিয়ানিতে মিলল মরা টিকটিকি!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৬ জুলাই ২০১৭

ট্রেনের ক্যানটিনের খাবারের মান নিয়ে হর-হামেশাই প্রশ্ন তোলেন যাত্রীরা। অনেক সময় ক্যানটিনের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হলেও এর বাস্তবায়ন দেখা যায় খুব কমই।

ভারতীয় রেলওয়ে বিভাগের যাত্রীবাহী ট্রেনে সরবরাহ করা খাবার নিয়ে কয়েকদিন আগেও অভিযোগ উঠেছিল। রেলওয়ের খাবারের গুণগত মান নিয়ে ওই অভিযোগ করা হয়। এতে বলা হয়, যাত্রীদের খাওয়ার অযোগ্য নোংরা-অপরিচ্ছন্ন খাবার দেয় ভারতীয় রেল। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ট্রেনের খাবার নিয়ে আবারও গুরুতর অভিযোগ উঠেছে।

এবার ট্রেনের খাবারের মধ্যে মিলল টিকটিকি। ১২৩০৩ হাওড়া-দিল্লি পূর্বা এক্সপ্রেসে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ এক প্রতিবেদনে বলছে, এক যাত্রী বিরিয়ানির অর্ডার দিয়েছিলেন। কিন্তু সিলভার ফয়েলের প্যাকেট খুলতে গিয়েই চোখ কপালে উঠে ওই যাত্রীর। বিরিয়ানির মধ্যে উঁকি মারছে মরা টিকটিকি। এরপরই অসুস্থ হয়ে পড়েন ওই যাত্রী।

তারপরও ট্রেনের মধ্যে কোনো ধরনের চিকিৎসা সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন ওই যাত্রী। পরে পুরো ঘটনা টুইটারে ছবিসহ পোস্ট করে রেলমন্ত্রীকে অভিযোগ জানান অপর এক যাত্রী।

দানাপুরের ডিভিশনাল রেল ম্যানেজার কিশোর কুয়ান জানিয়েছেন, দানাপুর স্টেশনে ওই যাত্রীকে চেক-আপের পর প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।