নিলামে উঠছে হিটলারের চিত্রকর্ম


প্রকাশিত: ০২:৩০ এএম, ১১ জুন ২০১৫

চলতি মাসেই হিটলারের আঁকা কয়েকটি শিল্পকর্ম নিলামে উঠবে। দক্ষিণ জার্মানির এক নিলাম প্রতিষ্ঠান এর আয়োজন করবে বলে জানা গেছে। খবর এএফপির। ছবিগুলোর বয়স প্রায় ১০০ বছর। জলরঙে এগুলো আঁকা হয়েছে ১৯০৪ থেকে ১৯২২ সালের মধ্যে। ছবিগুলোর নিচে হিটলারের স্বাক্ষর আছে। নুরেমবার্গভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান ওয়েডলার অকশনিয়ারস তাদের ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

জানা যায়, হিটলারের আঁকা মোট ১৪টি ছবি ওই নিলামে ওঠানো হবে। জুনের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে এ নিলাম অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, এগুলোর দামের সীমা থাকবে ১ হাজার থেকে ৪৫ হাজার ইউরোর মধ্যে।

গত নভেম্বরে হিটলারের তরুণ বয়সে জলরঙে আঁকা একটি ছবি প্রায় ১ লাখ ৩০ হাজার ইউরোতে বিক্রি হয়েছিল। ১৯১৪ সালে মিউনিখের সিটি হলের সেই ছবিটি এঁকেছিলেন হিটলার। তবে ক্রেতার পরিচয় তখন জানা যায়নি। নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছিল, ছবিটির ক্রেতা নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন।

উল্লেখ্য, একজন তরুণ শিল্পী হিসেবে ভিয়েনা একাডেমি অব আর্টে ভর্তি হতে চেয়েছিলেন এডলফ হিটলার। কিন্তু সেখান থেকে প্রত্যাখ্যাত হন তিনি। তবে আঁকাআঁকির কাজ চালিয়ে গিয়েছিলেন। তরুণ বয়সে নিজের চিত্রকর্ম পর্যটকদের কাছে বিক্রি করতেন হিটলার। বিশেষজ্ঞরা অবশ্য তার চিত্রকর্মকে মধ্যম মানের বলে অভিহিত করেছেন।

এসকেডি/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।