সাভারে পয়েন্টে পয়েন্টে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ


প্রকাশিত: ১২:০০ পিএম, ১৬ জুলাই ২০১৫

সাভারে সড়ক-মহাসড়কের প্রতিটি পয়েন্টে দেখা দিয়েছে যানযট। ফলে রাজধানী থেকে বেরিয়ে যানযটে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘরমুখো যাত্রীদের। দুপুরের পর ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পাওয়ায় এই যানযট আরো তীব্র হচ্ছে।

বর্তমানে সাভার বাজার বাসষ্ট্যান্ড, হেমায়েতপুর, আমিনবাজার, নবীনগর, পল্লী বিদ্যুৎ ও বাইপাইল এলাকায় ছড়িয়ে পড়েছে যানযট।

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ডে আটকা পড়েছে হাজার হাজার যানবাহন।  সেখানে যানবাহনের দীর্ঘ লাইন ছড়িয়ে পড়েছে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত। হেমায়েতপুর, আমিনবাজার ও নবীনগরের প্রবেশ মুখে অন্তত এক কিলোমিটার করে যানযট দেখা দিয়েছে।



অন্যদিকে নবীনগর-চন্দ্র মহাসড়কের পল্লীবিদ্যুৎ, বাইপাইল, ইপিজেড, শ্রীপুর ও জিরানী বাসষ্ট্যান্ডেও ধীরগতিতে পার হচ্ছে যানবাহন। ফলে এসব পয়েন্টে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ লাইন।

এ ছাড়া যানবাহনের অতিরিক্ত চাপে স্থবির হয়ে পড়েছে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক। পরিস্থিতি মোকাবেলায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বদলে পার্শ্ব রাস্তা দিয়ে যানবাহন পার করছে পুলিশ।

এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন জানান, সাভার শিল্পাঞ্চলের পোষাক কারখানা গুলো আজ ছুটি ঘোষনা করায় সড়ক মহাসড়কের যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এ জন্য পয়েন্ট গুলোতে যানযট দেখা দিয়েছে। পয়েন্ট গুলোতে যানযট নিয়ন্ত্রনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

আল-মামুন/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।