জম্মু-কাশ্মীর সীমান্তে মিষ্টি বিনিময়


প্রকাশিত: ০৪:২১ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৫

পবিত্র ঈদুল আজহায় জম্মু-কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় মিষ্টি ও শুকনো ফল বিনিময় করেছেন ভারত ও পাকিস্তানের সেনারা।

পুঞ্চ জেলার চানকা দা বাগ ও মেন্ধার ক্রসিং পয়েন্টে তারা মিষ্টি ও ফল বিনিময় করেছেন বলে জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মানিশ মেহতা।

এমনিতে নিয়ন্ত্রণ রেখায় অস্ত্রবিরতি লংঘনের অভিযোগ আছে পরস্পরের বিরুদ্ধে। কিন্তু এ সপ্তাহে চানকা দা বাগে ব্রিগেডিয়ার পর্যায়ে বৈঠকের পর আর কোন অস্ত্রবিরতি লংঘিত হয়নি।

এর আগে সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় অহরহ এমন ঘটনা ঘটেছে। গত সপ্তাহে পাকিস্তান ভারতীয় এক সিনিয়র কূটনীতিককে তলব করে এর তীব্র প্রতিবাদ জানায়।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।