আটকে পড়াদের ফেরাতে ইরানে ভারতের সামরিক বিমান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১০ মার্চ ২০২০

আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে ইরানে বিমানবাহনীর সি-১৭ গ্লোবমাস্টার সামরিক বিমান পাঠাল ভারত। গতকাল সোমবার রাত আটটায় উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের হিণ্ডন সামরিক ঘাঁটি থেকে ইরানের উদ্দেশে যাত্রা শুরু করে ভারতীয় বিমানবাহিনীর সবচেয়ে বড় ওই বিমানটি।

ইরানে দুই হাজারের বেশি ভারতীয় বাস করেন। দেশটিতে এখন করোনা আক্রান্ত মানুষের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। মারা গেছে ২৩৭ জন। এমন অবস্থান পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই ইরান থেকে ভারতীয়দের ফেরাতে এমন পদক্ষেপ।

ভারতীয় বিমানবাহনীর সবচেয়ে বড় এই বিমানে করেই গত ২৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী শহর উহান থেকে ৭৬ ভারতীয় এবং ৩৬ বিদেশিকে ভারতে ফিরিয়ে নিয়ে আসা হয়। এছাড়া চীনের প্রচুর চিকিৎসার সরঞ্জামও পাঠানো হয়েছিল সি-১৭ গ্লোবমাস্টার করে।

ইরানে আটকে পড়া ভারতীয়দের মধ্যে কেউ করোনায় সংক্রমিত কিনা তা জানতে ইরানে অস্থায়ী ল্যাবরেটরি তৈরি করে সেখানেই ভারতীয়দের পরীক্ষা-নিরিক্ষা করা হবে বলে এর আগে সিদ্ধান্ত নিয়েছিল ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু নানা দ্বিপাক্ষিক জটিলতায় তা হয়ে ওঠেনি।

তিন দিন আগে বিমানবাহিনীর একটি ছোট বিমান ইরান থেকে ৪০০ জনের নমুনা ভারতে নিয়ে আসে। তারপর ভারতীয়দের উদ্ধারে সামরিক বিমান গেল ইরানে। তবে কতজনকে ইরান থেকে ফেরানো হবে কিংবা বা দেশে ফেরত আনার পর কতদিন কোয়ারেন্টাইন করে রাখা হবে, তা এখনো জানানো হয়নি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, ‘ইরানে নিযুক্ত ভারতীয় দূতাবাসের অগ্রাধিকার হল আটকে থাকা ভারতীয় তীর্থযাত্রী এবং শিক্ষার্থীদের নিরাপদে দেশে ফেরানো। এ ব্যাপারে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ এর কিছুক্ষণ পরই ইরানে বিমান পাঠানোর কথা ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এসএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।