ইরাকের যোদ্ধারা কখনো যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০৮ এএম, ৩১ জুলাই ২০২০

ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির প্রধান ফালিহ আল-ফাইয়াজ বলেছেন, তার সংগঠনের সন্ত্রাসবিরোধী যোদ্ধারা কখনো আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না।

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে পপুলার মোবিলাইজেশন ইউনিটের ভূমিকার প্রশংসা করেন আল-ফাইয়াজ।

বুধবার দেয়া এক বক্তব্যে ফালিহ আল-ফাইয়াজ পপুলার মোবিলাইজেশন ইউনিটকে ইরাকের জাতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে সামরিক প্রতিষ্ঠান আখ্যা দিয়ে বলেন, পপুলার মোবিলাইজেশন ইউনিট হচ্ছে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান বাহু।

ফালিহ আল-ফাইয়াজ বলেন, জাতীয় সেনাবাহিনীর কৌশল মেনেই পপুলার মোবিলাইজেশন ইউনিট সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই করছে।

তিনি স্পষ্ট করে বলেন, পপুলার মোবিলাইজেশন ইউনিট ইরাকি জনগণের ইচ্ছার আলোকে কাজ করছে। এই সংগঠন ইরাককে দুর্বল করার চেষ্টা করছে বলে কেউ কেউ যে বাহুল্য অভিযোগ করছে তিনি তা নাকচ করেন। পার্সটুডে

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।