ট্রুডোর মন্ত্রিসভায় কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৯ আগস্ট ২০২০

৪১ হাজার ডলারের হিসাব না মেলায় বিল মর্নো কানাডার অর্থমন্ত্রীর পদ ছেড়ে দেয়ার ২৪ ঘণ্টা যেতে না যেতেই নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার থেকেই কানাডার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।

অর্থমন্ত্রী হিসেবে শপথ নেয়ার আগপর্যন্ত কানাডার উপ-প্রধানমন্ত্রী এবং আন্তঃসরকার বিষয়ক মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন ফ্রিল্যান্ড। এখন থেকে অর্থমন্ত্রীর পাশাপাশি তিনি উপ-প্রধানমন্ত্রীর পদেও থাকবেন, তবে প্রদেশগুলোর সঙ্গে সম্পর্কের দায়িত্বটি ডমিনিক লেব্ল্যাঙ্কের হাতে তুলে দেয়া হবে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে কানাডার রিডো হলে অনুষ্ঠিত হয়েছে ফ্রিল্যান্ডের শপথগ্রহণ।

এর আগে, গত সোমবার পদত্যাগ করেন বিল মর্নো। উই চ্যারিটি কেলেঙ্কারির জন্য বেশ কিছুদিন ধরেই চাপে ছিলেন তিনি।

সম্প্রতি দাতব্য সংস্থা উই চ্যারিটির কাজ দেখতে বিদেশ সফরে যে ব্যয় হয়েছিল মর্নো তা পরিশোধ করেননি বলে অভিযোগ ওঠে। সোমবার এ নেতা জানান, তিনি অনুধাবন করতে পেরেছেন ভ্রমণের ৪১ হাজার ডলার পরিশোধ করা হয়নি।

গণমাধ্যমে দেয়া ভাষণে মর্নো বলেন, ট্রুডোর মন্ত্রিসভায় দায়িত্ব পালনের জন্য তিনি আর উপযুক্ত নন। তবে উই চ্যারিটি নিয়ে যা ঘটেছে তার জন্য পদত্যাগ করছেন না বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: সিবিসি

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।