শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে অমিত শাহ
অডিও শুনুন
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকদিন আগেই এইমস হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। শ্বাসকষ্টের কারণে শনিবার রাতে তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কার্ডিও নিউরো টাওয়ারে ভর্তি হয়েছেন তিনি।
গত ২ আগস্ট ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেন। গুরুগাঁওয়ের মেদান্তা বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসা নেয়ার পর গত সপ্তাহে ছাড়া পান দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যতম এই নেতা।
১৪ আগস্ট করোনা রিপোর্ট নেগেটিভ আসায় ছাড় পান। এদিন আরেক টুইট বার্তায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসাতে আরও কিছু দিন আইসোলেশনে থাকবেন বলে জানান তিনি। এরপর ফের করোনা পরবর্তী জটিলতার কারণে এইমস হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে বেশ কয়েকদিন থাকার পর ছাড়া পান। ফের তাকে হাসপাতালে ভর্তি করা হলো।
এমএসএইচ