মিসরে স্কুলবাস-তেলবাহী ট্রাক সংঘর্ষে নিহত ১৮
মিসরে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে স্কুল বাসের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে। রাজধানী কায়রোর উত্তরের শহর ডামানহুরের নিলে ডেল্টা এলাকায় বুধবার এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত আরও ১৮ জন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাইস্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল বাসটি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে দুটো গাড়িতেই আগুন লেগে যায়।
দুঘর্টনায় কতজন শিক্ষার্থী নিহত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি চিকিৎসকরা। কারণ, আগুনে পোড়া দেহগুলোর অবস্থা খুবই বিকৃত। মিসরে সড়ক দুর্ঘটনার হার তুলনামূলক বেশি। শুধু গত বছরে দেড় হাজারেরও বেশি দুর্ঘটনা ঘটেছিল। - টাইমস অব ইন্ডিয়া।