ফাইজারের টিকা নিলেন কুয়েতের প্রধানমন্ত্রী

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫০ এএম, ২৫ ডিসেম্বর ২০২০

কোভিড-১৯ প্রতিরোধে ফাইজারের টিকা নিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ। এর মধ্যে দিয়ে দেশটিতে করোনার টিকাদান কর্মসূচি শুরু হলো।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) কুয়েতের উচ্চপদস্থ কর্মকর্তারা দেশটির মিশরেফ এলাকায় টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন এবং টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।

এছাড়া কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডা. বাসিল আল সাবাহ, উপপ্রধানমন্ত্রী আনাস আল সালেহ, কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট হিলাল আল সায়ের ফাইজারের টিকা নিয়েছেন।

jagonews24

দেশটির জাতীয় দৈনিক আল রাই ও আল কাবাসসহ সব স্থানীয় গণমাধ্যম ফাইজারের টিকাদান কর্মসূচি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।

কুয়েতে প্রথম ধাপে চার ভাগে দেয়া হবে টিকা। চিকিৎসা পেশাদারদের প্রথমে অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি ৬৫ বছরের ওপর যাদের বয়স এবং ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে।

এছাড়া তৃতীয় ভাগে সাধারণ নাগরিকদের এই টিকা দেয়া হবে। ইতোমধ্যে ৭৩ হাজার ৭০০ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

সাদেক রিপন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।