পশ্চিমবঙ্গে আবারও বাড়ছে সংক্রমণ ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১০ এএম, ০৯ জানুয়ারি ২০২১

পশ্চিমবঙ্গে আবারও করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। রাজ্য স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯২৬ জন। মৃত্যু হয়েছে ২১ জনের। নতুন করে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৩৬ জন।

এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৯ হাজার ৯৯। তার মধ্যে এখনও সক্রিয় রোগীর সংখ্যা আট হাজার ২৪৫ জন। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ৯০২ জনের। সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৪০ হাজার ৯৫২ জন।

বুলেটিন অনুযায়ী, আক্রান্তের নিরিখে সর্বোচ্চ স্থানে রয়েছে কলকাতা। সেখানে আক্রান্তের সংখ্যা এক লাখ ২৫ হাজার ১০৪ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে আক্রান্ত এক লাখ ১৮ হাজার ৫৬৪।

কলকাতায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে তিন হাজার। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত দুই হাজার ৩৮৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জেলাওয়াড়ি হিসাবে কলকাতাকে টেক্কা দিয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে ২৫৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। কলকাতায় সে তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কম। সেখানে আক্রান্ত হয়েছেন ২৩৮ জন।

রাজ্যটিতে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ১৩৫ জন নমুনা পরীক্ষা হয়েছে। তার ফলে ৭৩ লাখ ৩৬ হাজার ২১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ৭.৫৮ শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।