ভারতে এবার শিশুদের টিকা দেওয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২৪ আগস্ট ২০২১
ফাইল ছবি

ভারতে শিশুদের করোনাভাইরাসের টিকা দেয়া হবে। আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যেই শুরু হবে এই টিকা কার্যক্রম।

এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন দেশটির কোভিড টিকা সংক্রান্ত সরকারের উপদেষ্টা কমিটির প্রধান এন কে অরোরা।

তিনি বলেন, ‘ভারতে ১২-১৭ বছর বয়সী শিশুর সংখ্যা ১২ কোটি। যার মধ্যে এক শতাংশের কো-মর্বিডিটি রয়েছে। এই সংখ্যাটা খুব একটা কম নয়।’

আনন্দবাজারের খবরে বলা হয়, ভারতে দুই বছরের বেশি বয়সীদের ওপর পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে কোভ্যাক্সিনের টিকা।

খবরে আরও বলা হয়, অক্টোবরের শেষের দিক থেকে টিকা প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন অরোরা। কোন শিশুদের এবং কী ধরনের কো-মর্বিডিটি থাকলে আগে টিকা দেওয়া হবে তার একটা তালিকা শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।