সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৮ মার্চ ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
রাশিয়ার তেল নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে স্থানীয় বাজারে তেল-গ্যাসের দাম ব্যাপকভবে বেড়ে যাওয়ার আশঙ্কা সত্ত্বেও রাশিয়াকে সাজা দিতে বাইডেন প্রশাসনের এ পরিকল্পনায় সমর্থন রয়েছেন বেশিরভাগ মার্কিন রাজনীতিকের। মঙ্গলবার (৮ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, রুশ তেল আমদানি নিষিদ্ধের এ পদক্ষেপ ইউরোপীয় মিত্রদের বাদ দিয়ে এককভাবেই নিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের তুলনায় রাশিয়ার জ্বালানির ওপর ইউরোপীয় দেশগুলোর নির্ভরতা অনেক বেশি।
গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি রাশিয়ার
এবার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। দেশটি বলছে, পশ্চিমা দেশগুলো যদি তাদের তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তবে জার্মানিতে প্রধান গ্যাস পাইপ লাইনের সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। রুশ উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেছেন, রাশিয়ান তেল প্রত্যাখ্যান করা হলে এর পরিণতিতে বৈশ্বিক বাজারে বিপর্যয় নেমে আসবে। এর ফলে তেলের দাম দ্বিগুণ হয়ে এক ব্যারেলের দাম তিনশ ডলারে পৌঁছাতে পারে।
রাশিয়ার ‘শত্রু’ দেশের তালিকায় ৪৮ নাম
ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’-এর কারণে মস্কোর সঙ্গে ‘শত্রুসুলভ আচরণ’ করা দেশের তালিকা করেছে রাশিয়া। এখন থেকে এসব দেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে রাশিয়ার কেউ লেনদেন করতে চাইলে আগে রুশ সরকারের অনুমতি নিতে হবে। সোমবার (৭ মার্চ) মস্কো জানিয়েছে, ইউক্রেন সংঘাতের জেরে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া ‘শত্রু’ দেশ ও অঞ্চলের একটি তালিকা অনুমোদন করেছে তারা।
রাশিয়ার ‘শত্রু’ দেশের তালিকায় এশিয়ার মধ্যে নাম এসেছে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ানের (চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে বিবেচিত)।
জয়ী না হওয়া পর্যন্ত কিয়েভেই থাকার ঘোষণা জেলেনস্কির
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ গড়িয়েছে ১৩তম দিনে। ইউক্রেনের বিভিন্ন শহরে থেমে থেমে চলছে হামলা, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধের মাঠ থেকে সরে দাঁড়াতে রাজি নন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সর্বশেষ একটি ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘‘আমি লুকাইনি...আমি কারও ভয়ে ভীত নই। (আমি থাকবো)... যুদ্ধে জয়ের জন্য যতক্ষণ থাকতে হয়।’’
ইউক্রেনে রাশিয়ার আরও এক শীর্ষ জেনারেল নিহত
ইউক্রেন সংঘাতে রাশিয়ার আরও এক শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। মঙ্গলবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, তাদের সেনারা খারকিভ শহরের কাছে একটি অবরুদ্ধ শহরে রাশিয়ার এক জেনারেলকে হত্যা করেছে। এ নিয়ে ইউক্রেন সংঘাতে রাশিয়ার দুজন শীর্ষ কমান্ডার নিহত হলেন।
এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মেজর জেনারেল ভিতালি গেরাসিমোভ রাশিয়ার ৪১তম সামরিক বাহিনীর প্রথম ডেপুটি কমান্ডার ছিলেন। গত সোমবার তিনি নিহত হন।
ফের যুদ্ধবিরতি ঘোষণা মস্কোর
ইউক্রেন-রাশিয়ার চলমান লড়াইয়ের মধ্যে আরেক দফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো। মঙ্গলবারের (৮ মার্চ) জন্য এ ঘোষণা দেওয়া হয়েছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বিষয়টি নিশ্চিত করেছেন। রাশিয়ার এই যুদ্ধবিরতি ঘোষণার ফলে বেসামরিক লোকদের চাইলে নিজেদের পছন্দমত জায়গায় সরিয়ে নিতে পারবে ইউক্রেন।
ইউক্রেনকে ৭০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক
ইউক্রেন সরকারের কার্যক্রম পরিচালনা, বেতন-ভাতা ও পেনশন প্রদানে সহায়তা করতে ৭০ কোটি ডলারের জরুরি তহবিল বরাদ্দ দিয়েছে বিশ্বব্যাংক। ইউক্রেনে রাশিয়ার হামলার পর যে পরিস্থিতি তৈরি হয়ে তা কাটিয়ে উঠতেই এই জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। বিশ্বব্যাংক জানিয়েছে, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন, জাপান, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং আইসল্যান্ড এই প্রকল্পের অর্থ যোগান দিচ্ছে।
বিশ্বের ‘ভুলে যাওয়া’ সংকটে নজর ফেরাতে ইয়েমেনে অ্যাঞ্জেলিনা জোলি
রুশ আগ্রাসনের মুখে দু’সপ্তাহ ধরে ইউক্রেন নিয়ে সারা বিশ্বে যে পরিমাণ কথাবার্তা হচ্ছে, তা অভূতপূর্বই বলা যায়। বিশ্বের প্রতিটি কোণায় প্রতিটি মিডিয়াতে আজ ইউক্রেন সংকটের খবর। অথচ ইয়েমেনে যে সাত বছর ধরে যুদ্ধ চলছে, মানুষ যেন তা ভুলেই গেছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে ‘বিশ্বের সবচেয়ে ভয়াবহ’ মানবিক সংকট নিয়ে কারও কোনো ভ্রুক্ষেপ নেই। এ কারণে বিশ্ববাসীর ‘ভুলে যাওয়া’ এ সংকটে নজর ফেরাতে শান্তির বার্তা নিয়ে ইয়েমেনে গেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী ও মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি।
সোমবার (৭ মার্চ) জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এক টুইটে জানিয়েছে, তাদের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি বিশ্বের ভুলে যাওয়া সংকটের ওপর আলোকপাত করতে ইয়েমেনে রয়েছেন। সেখানে তিনি সাত বছর ধরে চলা সংঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করছেন।
যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি, হতাহত ৩
যুক্তরাষ্ট্রের একটি স্কুলে গুলির ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। লোয়া অঙ্গরাজ্যে স্থানীয় সময় সোমবার একটি হাই স্কুলের বাইরে এই ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই ইস্ট হাই স্কুলে পৌঁছান পুলিশ কর্মকর্তা এবং উদ্ধারকারী কর্মকর্তারা। অঙ্গরাজ্যের রাজধানীর কেন্দ্রে স্কুলটি অবস্থিত।
দুই বছর পর পুরোদমে ট্যুরিস্ট ভিসা চালু করছে মালয়েশিয়া
মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্থগিত হওয়া ট্যুরিস্ট ভিসা দুই বছর পর পুরোদমে চালু করছে মালয়েশিয়া। আগামী ১ এপ্রিল থেকে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য দেশটির সীমানা পুরোপুরি খুলে দেওয়া হবে। মঙ্গলবার (৮ মার্চ) মালয়েশিয়ান প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
কেএএ/এমএস