করোনায় আক্রান্ত সিআইএ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২৮ এএম, ০১ এপ্রিল ২০২২

সিআইএ প্রধান উইলিয়াম বার্নস করোনা আক্রান্ত হয়েছেন। সিআইএ’র বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে এবিসি নিউজ।

বার্নস করোনার মৃদু উপসর্গে আক্রান্ত। এ কারণে তিনি তার বাসভবন থেকে কাজ চালিয়ে যাচ্ছেন।

এবিসি নিউজের খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার বার্নস আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন। যদিও তিনি শারীরিক দূরত্ব মেনে বৈঠকে ছিলেন বলে জানা গেছে।

এবিসির খবরে আরও বলা হয়, সিআইএ প্রধান করোনা টিকার দুই ডোজ নেওয়ার পর বুস্টার ডোজও নিয়েছিলেন।

মহামারি শুরুর পর থেকে এখনো পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট বাইডেন করোনা আক্রান্ত হননি। যদিও ইদানিংকালে তার সঙ্গে দেখা করার পর তার প্রেস সেক্রেটারি জেন সাকিসহ বেশ কয়েকজনের করোনা শনাক্ত হয়েছে।

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।