যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রায় ৩১ লাখ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ অতীতের যেকোনো রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশটির মোট ঋণের পরিমাণ এখন ৩১ লাখ কোটি ডলারের কাছাকাছি। বর্তমানে করোনা সম্পর্কিত ফেডারেল ব্যয় ধীর হওয়ার পরও ঋণের এমন পরিসংখ্যান দেখা গেছে। সোমবার (১২ সেপ্টেম্বর) ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত সপ্তাহে প্রকাশিত ট্রেজারি বিভাগের তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় মোট ঋণের পরিমাণ ৩০ দশমিক ৯ লাখ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা চলতি মাসেই ৩১ লাখ কোটি ডলারে পৌঁছাবে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ যখন নতুন মাইলফলকে তখন প্রেসিডেন্ট জো বাইডেন গর্বের সঙ্গে বলেছেন অতীতের তুলনায় বাজেট ঘাটতির পরিমাণ নাটকীয়ভাবে কমেছে।

২০২০ সালের শুরু হয় করোনা মহামারি। এরপরই দেশটিতে অর্থনৈতিক কার্যক্রম ধীর হয়ে যায়। পাশাপাশি বেড়ে যায় ফেডারেল ব্যয়ও। সে সময় সরকার রেকর্ড তিন দশমিক এক লাখ কোটি ডলার ব্যয় করে, যা রাজস্ব আয়ের চেয়েও বেশি। দেশটিতে ২০২১ সালে বাজেট ঘাটতি দুই দশমিক আট লাখ কোটি ডলারে নেমে আসে।তবে চলতি অর্থবছরের শেষ নাগাদ এটি এক লাখ কোটি ডলারের কাছাকাছি হবে বলে আশা করা হচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের পরিমাণ ৩০ লাখ কোটি ডলার ছাড়ায়। ২ ফেব্রুয়ারি সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মূলত করোনা মহামারি মোকাবিলা করতে যেয়ে দেশটির সরকারি ঋণের পরিমাণ বেড়েছে। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে দেশটি আক্রমণাত্মক ব্যয়নীতি প্রয়োগ করে। ২০১৯ সালের পর যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বেড়েছে সাত লাখ কোটি ডলারের বেশি।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।