চুয়াডাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার দর্শনায় নবাই মন্ডল (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তালতলা এলাকার একটি আখ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দামুড়হুদা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অন্য কোথাও হত্যা করে মরদেহটি আখ ক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সালাউদ্দিন কাজল/এফএ/এআরএ/এবিএস