মার্কিন জিম্মির শিরশ্ছেদে আইএস জঙ্গির স্ত্রী অভিযুক্ত


প্রকাশিত: ০৭:০২ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

যুক্তরাষ্ট্রের এক জিম্মির শিরশ্ছেদে জড়িত থাকার অভিযোগে ইসলামিক স্টেটের (আইএস) এক জঙ্গির সাবেক স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নাগরিক কায়লা মুয়েলারকে সিরিয়ার আলেপ্পা থেকে অপহরণ করে আইএস জঙ্গিরা। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে এই মার্কিন নাগরিকের শিরশ্ছেদ করে আইএস।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইর স্পেশাল অ্যাজেন্ট উইলিয়াম হেনি ২৫ বছর বয়সী নাসরিন আসাদ ইব্রাহীম বাসার নামের আইএসের সাবেক সদস্যের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। উইলিয়াম হেনি  বলেন, কায়লার শিরশ্ছেদে ইসলামিক স্টেট জঙ্গিদের কাছে বিভিন্ন ধরনের সহায়তা করেছেন আইএস জঙ্গির এই স্ত্রী। বর্তমানে ইরাকের কারাগারে বন্দী রয়েছে নাসরিন।

আইনজীবীরা বলছেন, মার্কিন ওই বন্দীকে নিজের বাসায় রেখেছিলেন নাসরিন। সেখানে আইএসের প্রধান আবু বকর আল বাগদাদী ওই বন্দীকে নিয়মিত ধর্ষণ করতেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।