পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ফাইল ছবি
ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হলেও দৌলতদিয়া প্রান্তে সাড়ে তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
এর আগে মঙ্গলবার রাত ২টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে যানবাহনসহ আটকা পড়ে আটটি ফেরি।
এআরএ/পিআর