বাংলাদেশে জঙ্গি তৎপরতা বাড়তে পারে : মার্কিন গোয়েন্দা প্রধান
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান জেমস ক্ল্যাপার সতর্ক করে দিয়ে বলেছেন, বাংলাদেশের বিরোধী দলগুলোকে হালকাভাবে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে দেশের ভেতর আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা বাড়তে পারে।
বিশ্বব্যাপি হুমকির বিষয়ে মার্কিন সিনেটে মঙ্গলবার অনুষ্ঠিত শুনানিতে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার এই পরিচালক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট করতে বাংলাদেশে বিদেশিদের হত্যার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামির জড়িত থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন।
ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, লিখিত বক্তব্যে ক্ল্যাপার বলেন, বাংলাদেশে ২০১৩ সালের পর থেকে ১১ জন প্রগতিশীল লেখক ও ব্লগারকে হত্যার দায় স্বীকার করেছে ভারতীয় উপমহাদেশ শাখার জঙ্গিসংগঠন আল-কায়েদা এবং আনসারুল্লাহ বাংলা টিম। এছাড়া দেশটিতে ১১ বিদেশি নাগরিক ও সংখ্যালঘুদের ওপর হামলারও দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী।
ক্ল্যাপার বলেন, বাংলাদেশ মুসলিম দেশ হলেও সহনশীল এবং ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য রয়েছে। কিন্তু দেশটিতে চরমপন্থী সহিংসতার ঘটনা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এদিকে শেখ হাসিনা সরকার দেশটিতে আইএসের উপস্থিতি নাকচ করে দিয়েছে। সহিংসতার জন্য দেশটির সরকার স্থানীয় মৌলবাদী গোষ্ঠী ও রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ করছে।
তিনি বলেন, ২০১৪ সালে বাংলাদেশের বিরোধী দলগুলোর নির্বাচন বয়কট করার পর থেকে রাজনৈতিক উত্তেজনা চলছে। এছাড়া ১৯৭১ সালে মুক্তযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে জামায়াতে ইসলামির নেতাদের বিচার নিয়েও দেশটিতে উত্তেজনা অব্যাহত রয়েছে।
এসআইএস/পিআর