এক রাতে ৯ গরু চুরি
টাঙ্গাইলের মির্জাপুরে এক রাতে পাঁচ বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতে ৯টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
মঙ্গলবার রাতে একদল সংঘবদ্ধ চোর প্রথমে রশিদ দেওহাটা গ্রামের আব্দুল হামিদ মিয়ার বাড়িতে হানা দিয়ে তিনটি ও তার ভাই আব্দুস ছামাদ মিয়ার দুইটি গরু নিয়ে যায়। একই রাতে ওই গ্রামের কৃষক পন্ডিত আলীর একটি, আব্দুস সালাম মিয়ার দুইটি এবং শামসুল হকের একটি গরু চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে।
মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, এ ঘটনা এখনো কোনো অভিযোগ করা হয়নি।
এফএ/এআরএ/এবিএস