বইমেলায় তৌহিদুর রহমানের ৪টি নতুন বই


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলায় এবার বিশিষ্ঠ কথা সাহিত্যিক তৌহিদুর রহমানের ৪টি বই পাওয়া যাচ্ছে। বই চারটি হচ্ছে পার্ল পাবলিকেশন্স থেকে প্রকাশিত আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, অনন্যা থেকে প্রকাশিত বাবা আমার একলা বাবা, অন্বেষা থেকে প্রকাশিত শুধু তোমার জন্য এবং বসন্ত কারাগারে বারোমাস

তৌহিদুর রহমানের জন্ম ১১ সেপ্টেম্বর ১৯৭৫ সালে কুড়িগ্রাম জেলায়। ছোটবেলা থেকেই তিনি লেখা-লেখির সঙ্গে যুক্ত। এ পর্যন্ত বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে এই লেখকের।

লেখকের উল্লেখযোগ্য বই-কী কথা তাহার সনে, রশ্মির সোনামনি এবং আমি আজ সাজাবো তোমায় বৃষ্টির ফুলে ফুলে। কবিতা, ছোট গল্পসহ শিশু সাহিত্যে জনপ্রিয় এই লেখক ইতোমধ্যে অতিশ দীপঙ্কর পুরস্কার, মহাত্মা গান্ধী শান্তি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।