পেট্রল-ডিজেলচালিত গাড়ি নিষিদ্ধে ইইউ’র চুক্তি

জ্বালানিচালিত গাড়ি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এরই মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে তারা। এতে বলা হয়েছে, ২০৩৫ সাল হতে পেট্রল-ডিজেলে চলে এমন গাড়ি আর বিক্রি করা যাবে না। মূলত ইলেকট্রিক গাড়ির যুগে প্রবেশ বাড়াতে ও জলবায়ু মোকাবিলায় ইইউ এই সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্সের।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ও ইউরোপীয় পার্লামেন্টের আলোচকরা রাজি হয়েছেন যে, ২০৩৫ সালের মধ্যে গাড়ি নির্মাতাদের অবশ্যই কার্বন-ডাই-অক্সাইড নির্গমনের হার শতভাগ কমিয়ে আনতে হবে। এতে ব্লকের ২৭ দেশে জ্বালানি নির্ভর গাড়ির বিক্রি প্রায় অসম্ভব হয়ে পড়বে।
পার্লামেন্টের অন্যতম আলোচক জ্যান হোয়েটমা বলেছেন, গাড়িচালকদের জন্য এটা খুবই ভালো সংবাদ। এতে ইলেকট্রিক গাড়ি আরও সস্তা হবে, যা সবার জন্য স্বস্তিদায়ক।
ইইউর জলবায়ু নীতিবিষয়ক প্রধান ফ্রান্স টিমারম্যানস বলেন, এই চুক্তির ফলে নির্মাতা প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের কাছে একটি শক্তিশালী বার্তা গেছে। ইউরোপ শূন্য কার্বন নির্গমনের দিকে যাচ্ছে বলেও জানান তিনি।
প্রতিবেদনে বলা হয়, চুক্তির অধীনে গাড়ি নির্মাতাদের ২০২১ সালের তুলনায় ২০৩০ সালে বিক্রি হওয়া নতুন গাড়ির কার্বন নির্গমন ৫৫ শতাংশ কমাতে হবে, পাঁচ বছর পরে শতভাগ কমানোর আগে। চুক্তি কার্যকর হওয়ার আগে ইউরোপীয় পার্লামেন্ট ও সদস্য দেশগুলোকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করতে হবে।
এমএসএম