বেআইনি অস্ত্র উদ্ধারে সংসদে প্রস্তাব পেশের আহ্বান
পার্বত্য চট্টগ্রাম থেকে বেআইনি অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি বন্ধের জন্য জাতীয় সংসদে প্রস্তাব পেশের আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের ৫০৯৩ বর্গমাইল ভূমি রক্ষার জন্য ৩৫ হাজার পার্বত্য বাঙালিরা তাদের জীবন দিয়েছেন। এখানে বসবাসকারীদের কবুলিয়ত প্রাপ্ত দলিল, বন্দোবস্তি প্রাপ্ত দলিল থাকার পরও উচ্ছেদের ষড়যন্ত্র চলছে। বাঙালিরা ঘরের মালিক হয়েও ভূমির মালিক হতে পারছে না।
বক্তারা আরো বলেন, পাহাড়ে প্রথাগত ভূমি অধিকার ও ব্রিটিশ হিলি ট্রাক্স ম্যানুয়েল অ্যাক্ট ১৯০০ বাতিল না করাতে অনেক উপজাতি ও বাঙালি মানবাধিকার বঞ্চিত হচ্ছেন। দেওয়ান, খিষা, তালুকদার, হেডম্যান, কারবারি ও চাকমা রাজার একাধিপত্য থাকতে পাহাড়ে ন্যূনতম গণতন্ত্র চর্চা হয় না। অস্ত্রের ভয় দেখিয়ে পাহাড়ে জেএসএস ও ইউপিডিএফ নাগরিক জীবনকে দুর্বিষহ করে তুলছে। পার্বত্যবাসী এর স্থায়ী সমাধান চায়।
পার্বত্য বাঙালিদের ভূমির অধিকার থেকে বঞ্চিত করা হলে লাগাতার হরতালের হুশিয়ারিও দেয় সংগঠনটি। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব মনিরুজ্জামান মনির, কেন্দ্রীয় নেতা মো. জাহাঙ্গীর কামাল, মো. ইউনুস কমিশনার, শায়লা জেসমিন হেলেন প্রমুখ।
এএস/এমজেড/এমএস