ঢাকায় জাপানিজ ভাষা দক্ষতার নাট-টেস্ট
সার্কভুক্ত দেশ থেকে জাপানে উচ্চশিক্ষা নিতে আগ্রহী অনেক শিক্ষার্থী। জাপানে উচ্চ শিক্ষার আবেদনের পূর্বশর্ত জাপানি ভাষা জানা। সার্কভুক্ত দেশগুলোতে মানসম্মত জাপানি ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই বাংলাদেশে। যে কারণে বেশির ভাগ শিক্ষার্থী বাংলাদেশে আসে জাপানি ভাষা শিখতে।
এরই সূত্র ধরে ৩১ জানুয়ারি জাপানের সেনমন কিয়োকিউকো পাবলিশিং কোম্পানি লিমিটেড এর সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করে গ্রিন ইউনিভার্সিটি।
২০১৬ সালের প্রথম জাপানিজ ভাষা দক্ষতার নাট-টেস্ট পরীক্ষা আজ ১৪ ফেব্রুয়ারী গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। সর্বমোট ৬১৬ জন শিক্ষার্থী আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
এর মধ্যে ৬০৯ জন ছিল এন ৫ ও ৭ জন ছিল এন ৪ এর পরীক্ষার্থী। প্রতি দু’মাস অন্তর নাট-টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাড়াও সার্কভুক্ত দেশগুলো থেকেও জাপানে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীরা গ্রিন ইউনিভার্সিটিতে এ পরীক্ষায় অংশ নিয়ে থাকে। চুক্তির আওতায় গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশে নাট-টেস্ট পরীক্ষা কেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে।
ভোকোবুলারি, লিসেনিং, গ্রামার ও রিডিং মডিউল বিশিষ্ট এ নাট টেস্ট পরীক্ষার মাধ্যমে জাপানে উচ্চ শিক্ষা ও জব ভিসায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের জাপানিজ ভাষায় উপর দক্ষতার মূল্যায়ন করা হয়।
আরএম/এসএইচএস/এমএস