মালির ক্ষতিগ্রস্ত ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান


প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

মালির কিদাল এলাকার ক্ষতিগ্রস্ত সুপার ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। মালি সফরকালে শনিবার তিনি এই ক্যাম্প পরিদর্শন করেন।

রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী।

পরিদর্শনকালে সেনাপ্রধান সেখানে অবস্থিত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে কথা বলেন। এসময় তার সঙ্গে মাল্টি ন্যাশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালির ফোর্স কমান্ডার মেজর জেনারেল মিশেল ললেজগার্ড উপস্থিত ছিলেন।

"
প্রসঙ্গত, গত শুক্রবার মালির কিদাল এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের অন্তর্গত সুপার ক্যাম্পে মর্টার ও রকেট হামলা চালানো হয়। এতে গিনি ব্যাটালিয়নের ৬ জন শান্তিরক্ষী নিহত হয় ও বিভিন্ন দেশের সর্বমোট ৪১ জন আহত হয়। তবে এতে বাংলাদেশি কোনো শান্তিরক্ষীর হতাহতের ঘটনা ঘটেনি।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।