মহাত্মা গান্ধীর উপাধি নিয়ে ভারতে বিতর্ক


প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীকে কে উপাধি দিয়েছিলেন তা নিয়ে দেশটিতে বিতর্ক শুরু হয়েছে। ১৯১৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুর নয় গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিলেন এক অখ্যাত সাংবাদিক। এ রকমই দাবি করেছে রাজকোট জেলা পরিষদ।

শুধু মুখে দাবি করাই নয় রীতিমতো গুজরাট হাইকোর্টে মামলাও করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজকোটসহ আরও ৬টি জেলায় রাজস্ব দফতরের কর্মকর্তা নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় গান্ধীকে কে মহাত্মা উপাধি দেন এরকম একটি প্রশ্ন আসে।

এই প্রশ্নের উত্তর ঘিরেই শুরু হয় বিতর্ক। এক পরীক্ষার্থী গুজরাট হাইকোর্টে মামলা করেন। সন্ধ্যা মারু নামের ওই পরীক্ষার্থী বলেন, প্রশ্নটির প্রাথমিক উত্তর হিসেবে রবীন্দ্রনাথ থাকলেও চূড়ান্ত উত্তর অনামি সাংবাদিক হিসেবে পাল্টে দেওয়া হয়।

শুধু এ প্রশ্নই নয় আরও কয়েকটি প্রশ্নর উত্তর ঘিরেও বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি শুনে বিচারপতি জে বি পারদিওয়ালা জেলা পঞ্চায়েত এইচ এস মুনশর কাছে জানতে চান গান্ধীকে কে মহাত্মা উপাধি দিয়েছিলেন, এই প্রশ্নের উত্তর কী হবে? রাজকোট জেলা শিক্ষক সমিতি জানায়, জনৈক এক সাংবাদিক জাতির জনককে এই উপাধি দিয়েছিলেন।

সমিতির কর্মকর্তারা গান্ধীবাদী ইতিহাসবিদ নারায়ণ দেশাইয়ের লেখা বই দাখিল করেছেন। যে বইতে নারায়ণ দেশাই লিখেছেন, দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন গান্ধীকে মহাত্মা সম্বোধন করে চিঠি লেখেন জেটপুরের ওই সাংবাদিক। মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।